স্টাফ রিপোর্টার \
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর ২৩নং ওয়ার্ডে আল জামিয়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অত্র মাদ্রাসার সকল অবকাঠামো ঘুরে দেখেন এবং মাদ্রাসার ছাত্রদের খোজ খবর নেন।পরে আল জামিয়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা মসজিদে সংÿিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, আল জামিয়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাও. মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মগরব আলী, ও ২৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাহাবুব হাসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা প্রিন্সিপাল মাও. মোঃ ইদ্রিস আলী।