পরিবেশে প্রতিবেদক,রংপুর
আজ দুপুরে রংপুর জেলা স্কুলের সামনে একত্রিত হন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী । তাঁরা মিছিল নিয়ে রংপুর জিলা স্কুলের সামনে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত মিছিল নিয়ে হেঁটে যান। এ সময় তাঁদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিলে পুলিশ তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করে। পরে আন্দোলনকারীরা পুলিশের বাধা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য রাবার বুলেট ও টিয়ারশেল গ্যাস ছুড়তে থাকে ঐ সময় দৈনিক পরিবেশ এর সহঃনির্বাহী সম্পাদক শাকিল আহমেদ নিউজ সংগ্রহ করতে গিয়ে পুলিশের টিয়ারশেল গ্যাসে গুরতর আহত হন পরে তাকে সাংবাদিক সহকর্মীরা মিলে দ্রুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হাসপাতালে নিয়ে যান। আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় ৮-১০ সাংবাদিকসহ শতাধিক আহত হন।