আবু সাঈদের মৃত্যুকে হত্যাকান্ড বললো শিক্ষকরা,
আন্দোলনকারীদের ৬ দফা দাবী
সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার কে আহ্বায়ক করে ৪ সদস্য তদন্ত বিশিষ্ট কমিটি গঠন।
মমিনুল ইসলাম রিপন রংপুর।
রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবী করেছে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা ৬ দফা দাবী পেশ করেছেন। সেই সাথে বিশ^বিদ্যালয়ের এক নম্বর গেটকে শহীদ আবু সাঈদ গেট ও পার্কের মোড়কে আবু সাঈদ চত্ত্বর হিসেবে নামকরণ করেছে শিক্ষার্থীরা।
বিশ^বিদ্যালয় প্রশাসনের নির্দেশে বুধবার (১৭ জুলাই) ভোর থেকে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে শুরু করে বিশ^বিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এদিকে বুধবার সকাল ৯ টা ১৪ মিনিটে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের প্রথম জানাজার নামাজ পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে সাঈদের পরিবারের সদস্য আত্নীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্খি, রংপুরসহ আশপাশের জেলা থেকে মানুষজন অংশগ্রহণ করেন।
মঙ্গলবার পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মাঝে সংঘর্ষের ঘটনায় বুধবার সর্তক অবস্থানে ছিল পুলিশ। বিশ^বিদ্যালয়ের গেটের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে আহ্বায়ক করে ৪ সদস্য তদন্ত বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পুলিশের উপর হামলা, অস্ত্র ছিনতাই, ওয়ারলেস অকেজো করাসহ নানা অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ওদিকে বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা প্লাকার্ড হাতে নিয়ে আবু সাঈদের হত্যাকারীদের বিচার বিভাগীয় তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অবস্থান ও মৌন মিছিল কর্মসূচী পালন করেছে। এতে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজয় মোহন চাকী, সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, শিক্ষক মতিউর রহমান, ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, শাহীনুর রহমান, আপেল মাহমুদ, তাবিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় শিক্ষকরা আবু সাঈদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেন।
বুধবার বাদ যোহর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আবু সাঈদসহ কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজায় অংশ নেন। অপরদিকে একই সময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নব-নির্মিত গেটের সামনে গায়েবানা জানাজায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন। ওদিকে বুধবার বিকেল ৩টার দিকে বিশ^বিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ গেইট ’ লেখা ব্যানার টাঙ্গিয়ে দেয় কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। তারা বিশ^বিদ্যালয় রাস্তার সামনে সড়ক বিভাজকের লাইট পোস্টে ‘শহীদ আবু সাঈদ চত্ত্বর’ নামে একটি বোর্ড লাগিয়ে দেয়। বিশ^বিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার, নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, অবিলম্বে হত্যাকারী পুলিশ এবং নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবী জানান।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলনে কিছু বহিরাগতরাও ছিল আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এছাড়া পুলিশের গাড়ি ভাংচুর, হামলা হয়েছে। সেই সাথে এক শিক্ষার্থী মারা গেছে, ভিসির বাড়িতে ও হলে অগ্নিসংযোগ করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের গাড়ি ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে নগরীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।