মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :
“আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা আদিবাসী ছাত্র জনতার আয়োজনে গতকাল শুক্রবার বিকালে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের ওভার ব্রীজের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্য রুমন টপ্য, পলাশ মিনজী, রুবেল টপ্য, মিলন মিনজি ও নিজেরা করি’র এলাকা সম্বনয়ক সাইফুন নাহার রত্না প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, উপজাতি নয়, ক্ষুদ্র নৃ জনগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবী জানান। নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply