শাকিল আহমেদ(সহঃনির্বাহী সম্পাদক)
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছেন। এবং
সড়কপথে তিনি আবু সাঈদের বাড়ি বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের বাড়িতে আগমন উপলক্ষে এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ছিলো, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ।
এরপর শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারে সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যায়।
তারপর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ৮ আগস্ট (বৃহস্পতিবার) শপথ গ্রহণের পর আজ (শনিবার) প্রথমেই কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শহিদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করার জন্য আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড.মোহাম্মদ ইউনূস।
আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফর পাড়া ইউপির, বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। শহিদ আবু সাঈদ বেরোবিতে ১২ তম ইংরেজি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
গত ১৬ জুলাই (মঙ্গলবার) বেরোবি সংলগ্ন বেরোবির ১ নম্বর গেটের সামনে পুলিশ, যুবলীগের এবং ছাত্রলীগের সাথে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সরাসরি গুলিতে আবু সাঈদকে নিহত হয়।
১৭ জুলাই (বুধবার)পীরগঞ্জ জাফর পাড়া ইউপির, বাবনপুরে গ্রামের বাড়িতে শহিদ আবু সাঈদকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply