✒️শাকিল আহমেদ
নান্দনিক রূপ পেলো মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শুকুরের হাট ডিগ্রী কলেজের প্রবেশদ্বার।
ইতিমধ্যে দৃষ্টিনন্দন এই তোরণ নির্মাণ কাজটি সম্পন্ন হয়েছে। ১২ আগষ্ট (সোমবার)নবনির্মিত তোরণটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন উক্ত কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ সেলিম মন্ডল । এসময় আরও উপস্থিত ছিলেন শুকুরের হাট ডিগ্রী কলেজের দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব, মো.হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাতেন সহ কলেজের অন্যান্য শিক্ষক মহোদয় ও শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কলেজের শিক্ষার্থীরা জানান- আমাদের এই কলেজ প্রতিষ্ঠাকাল থেকে দৃষ্টিনন্দন কোন গেইট ছিলোনা, গভর্ণিং বডির সভাপতি সেলিম মন্ডলের চেষ্টা ও উদ্যোগে, আজিজার রহমান মন্ডল ও হামিদা খাতুন কল্যাণ ট্রাস্টের সহায়তায় আজকে কলেজর দৃষ্টিনন্দন তোরণ পেয়েছি এতে আমরা অনেক আনন্দিত ও গর্বিত।
তোরণ উদ্বোধন শেষে কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয় ও কলেজের সার্বিক সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন, মওলানা ইদ্রিস আলী।
শুকুরের হাট ডিগ্রী কলেজের তোরণ নির্মাণে অর্থায়নে ছিলেন:- আলহাজ্ব মো:লতিফুর রহমান (লাভলু) চেয়ারম্যান,আজিজার রহমান মন্ডল ও হামিদা খাতুন কল্যাণ ট্রাষ্ট,মিঠাপুকুর, রংপুর।