মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে এনলাইটেন হার্টস প্রকল্প (ইএইচপি) অর্থায়নে গতকাল মঙ্গলবার
জেন্ডার সমতা ও একতা বিষয়ক সচেতনতামুলক সভা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ টি আদিবাসী গ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত সচেতনতামুলক সভায় এসআইএল ইন্টান্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলার এরিয়া ম্যানেজার রনজিত কেরকেটা বলেন, মিঠাপুকুর উপজেলার কুড়ুঁক্ষ সম্প্রদায়ের ওরাঁও,সাঁওতাল,মুন্ডা,মাহাতো আদিবাসী নারী-পুরুষ, কিশোর-কিশোরী,যুবক-যুবতী ও শিশু থেকে শুরু করে সমাজের সকল আদিবাসীদের সাথে মিলেমিশে চলাচল, কাজকর্ম, সমাজ ব্যবস্থাপনা মিটিংসহ যে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। তিনি আরো বলেন, কোনো নারী – পুরুষ কিংবা সমাজের সকল আদিবাসীদেরকে সম্মান করে সমাজে বসবাস করতে হবে । সচেতনতা সভায় এরিয়া সুপার ভাইজার পলাশ এক্কাসহ বিভিন্ন এলাকার পাড়া গ্রামের ওরাঁও, সাঁওতাল,মুন্ডা,মাহাতো সম্প্রদায়ের আদিবাসী নারী- পুরুষ, যুবক-যুবতী,কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply