1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

মিঠাপুকুরে তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার শেয়ার হয়েছে

 

উপজেলা প্রতিনিধি (মিঠাপুকুর)

রংপুরের মিঠাপুকুরে তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আক্কাস আলীর বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি,স্বজন প্রীতি, দলীয় প্রভাব বিস্তার সহ নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে  প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকার জনসাধারণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফসাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার,আক্কাস আলী  দলীয় ক্ষমতা প্রয়োগ করে ২০১২ সাল থেকে বিভিন্ন প্রকার দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়নে দলীয় প্রভাব বিস্তার করার কারণ সুপারের ভয়ে শিক্ষক ও কর্মচারীরা এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। সর্বশেষ মাদ্রাসার বিল লিজের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা,মাদ্রাসার গাছ ও গাছবাগান বিক্রির ছয়লক্ষ টাকা, পুরাতন ভবন বিক্রির দুই লক্ষ আশি হাজার টাকা, ল্যাব-সহকারী,পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ বাণিজ্য করে উনপঞ্চাশ লক্ষ টাকাসহ মাদ্রাসার নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এবং মাদ্রাসায় নিয়মিত অফিসে না আসার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছে এই মর্মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরও কোন সুফল না পাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন,অবিলম্বে দূর্নীতিবাজ এই মাদ্রাসার সুপার আক্কাস আলীকে পদত্যাগ করতে হবে ও দূর্নীতির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মাদ্রাসার সুপার আক্কাস আলীর সাথে কথা বললে তিনি জানান,আমার এ সব অভিযোগ সত্য নয়, কোন একটা মহল আমাকে বিপদে ফেলার জন্য এসব করতেছে তাছাড়া ওখানে যারা আন্দোলন করছেন ওখানে প্রকৃত ছাত্র নয় এবং আপনি দেখতে পারেন আমি মাদ্রাসার অনেক উন্নতি করেছি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।আগামীকাল প্রতিষ্ঠানে গিয়ে  তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি