মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
দিনাজপুর ধর্ম প্রদেশের আওতায় গতকাল শনিবার দিনব্যাপী রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর ক্যাথলিক মিশন চত্বরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রুশ কারাম উৎসব অনুষ্ঠান পালিত হয়েছে।
এতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ক্যাথলিক ধর্মপ্রদেশের রেভা: বিশপ সেবাস্টিয়ান টুডু ডিডি ।
এ সময় বলদীপুকুর ক্যাথলিক মিশন প্যারিসের ফাদার ইনচার্জ সিলাস কুজুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রুশ কারাম উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ক্যাথলিক মিশনের ফাদার, সিষ্টার সহ বলদীপুকুর ক্যাথলিক মিশনের আওতায় বিভিন্ন ক্যাথলিক চার্চ থেকে আসা খ্রিষ্ট ভক্তবৃন্দ নারী- পুরুষ,শিশু, কিশোর- কিশোরী,যুবক-যুবতী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বলদীপুকুর ক্যাথলিক মিশনের সেন্ট প্যারিস প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,ছাত্র- ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।