পরিবেশ নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর বৃহৎ ইউনিট ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাউথ ইাউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত ৮ সেপ্টম্বর রাত ৪৩ মিনিটে উৎপাদন বন্ধ হযে যায়।ফলে জাতীয়গ্রীডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।এতে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,কিশোরগঞ্জ,হবিগঞ্জসহ আশেপাশের কয়েকটি জেলায় ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।
এব্যাপারে ্অশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর নির্বাহী পরিচালক(কারিগরী) প্রকৌশলী আবদুল মজিদ বলেন, গত ১৩ সেপ্টম্বর উৎপাদন বন্ধ বিকালে ওই ইউনিটের গ্যাস টারবাইনের কম্প্রেসারে ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বন্ধ হওয়ার পর অশুগঞ্জ পাওয়ার স্টেশনের নিজস্ব প্রকৌশলীরা ইউনিটটি চালূ করার চেষ্টা করে ব্যর্থ হয়।ফলে বিদেশী এক্সপার্ট না আসা পর্যন্ত সাউথ ইাউনিটটি চালূ করা সম্ভব নয়।তিনি বলেন,সাউথ ইউনিটি মেরামতের জন্য জার্মানীর প্রকৌশলী এবং এক্সপার্টদের সাথে কথা চলছে।তারা আসলেই এর মেরামত কাজ শুরু হবে। মেরামত কাজ শেষ করে সাউথ ইউনিটটি চালু করতে প্রায় একমাস থেকে দেড়মাস সময় লাগতে পারে।