মোঃ সুলতান মারজান (মুন্সী)
রংপুরের মিঠাপুকুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত একই সাথে সমাজের নানা অসংগতি, দূর্নীতি, দূুর্ভোগের কথা তুলে ধরা দৈনিক যুগের আলো’র পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান (সোনা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শেখ সাদী সরকার এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান রিপুল ।
এসময় আরো উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তাগণ বলেন দৈনিক যুগের আলো মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলো’র ধারাাবাহিকতা অব্যাহত থাকুক।