মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট( ব্লাস্ট) এর আয়োজনে গত বুূধবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ধর্মীয় স্বাধীনতা ও আইন সহায়তা বিষয়ক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার ইরফান বারী' র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, ,মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, লিগ্যাল এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর কে-অডিনেটর দিলরুবার রহমান প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি নির্মল চন্দ্র বর্মন,বাংলাদেশ পুজ উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক স্বপন কুমার সবকার,আদিবাসী নেত্রী কাথারিনা রিনি মিনজী,ছাত্রীদের মধ্যে কৃষ্ণপুর মহিলা মাদ্রাসার মৌরি আফরিন মিলা, মিঠাপুকুর প্রেসক্লাবের কার্যকরি সদস্য সাংবদিক বাবুলাল মার্ডি প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইন সহায়তা বিষয়ক উপজেলা পর্যায়ে বিস্তার আলোচনা করা হয়।