মমিনুল ইসলাম রিপন রংপুর।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা আগুনে পুড়িযে দেয়া হয়।
পরিবর্তিত পরিস্থিতিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ লাইন্সের পুরাতন একটি টিনসেড সেমিপাকা বিল্ডিংমেরামত করে অস্থায়ীভাবে তাজহাট থানার কার্যক্রম শুরু করা হয়।
থানা ভবন পুড়ে যাওয়ায় অস্থায়ীভাবে বিভিন্ন পুলিশ
স্থাপনায় এর কার্যক্রম চলছিলো। রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জন্য অধিগ্রহণকৃত জমিতে সেমি পাকাভবন মেরামত করে থানার কার্যক্রম নিজস্ব অস্থায়ী ভবনে বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের
পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশেরঅতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তরও প্রশাসন) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার(ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)
মোঃ মেনহাজুল আলম; উপ-পুলিশ কমিশনার
(অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার এবং ছাত্র
সমন্বয়কসহ আরপিএমপি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ,শিক্ষক মন্ডলী, ছাত্র- ছাত্রী ও পুলিশের অন্যান্য সদস্যগণউপস্থিত ছিলেন।