শাকিল আহমেদ
মহিষখোচার তিস্তা নদীতে, হাতে মেহেদী মাখা হাত বাধা অবস্থায় ভেসে আসা মেয়েটির পরিচয় মিলেছে,মেয়েটির নাম জোসনা। মৃত জোসনার বাবার নাম জহর আলী, বাবার বাড়ি, পূর্বখড়িবাড়ী ইউনিয়ন, ডিমলা থানা, নিলফামারী জেলা।
মৃত জোসনার হাতে মেহেদী দিয়ে লেখা ছিলো I LOVE YOU
২৩ সেপ্টেম্বর (সোমবার) মেয়েটির পরিবার সকল ছবি ও ভিডিও দেখে মেয়েটিকে সনাক্ত করে।
মৃত জোসনা, তার স্বামীর নাম জাহিদ, বাড়ী চাপানি, ডিমলা থানা,নিলফামারী জেলা। জানা গিয়েছে গত ১৯ দিন আগে বিয়ে হয়েছে জাহিদের সাথে মৃত জোসনার।
স্বামীর বাড়ি থেকে গত বুধবার বাবার বাড়িতে আসে জোসনা,গত ২০শে সেপ্টেম্বর (শুক্রবার) বাদ আছর নিখোঁজ হয় জোসনা।
জোসনার পরিবারের লোকজন সন্দেহ করছিলেন আরেক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মনেহয়।
কিন্তু অবশেষে মৃত জোসনার লাশ ২২ সেপ্টেম্বর (রোববার) সকালে লালমনিরহাট, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ, এলাকার চর থেকে জোসনার মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত জোসনার হাত পিছনে বাধা ছিল এবং মুখমন্ডল ছিলো ঝলসে যাওয়া এবং মেহেদী হাতে লেখা ছিল I LOVE YOU
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply