মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি :
উক্ত অনুষ্ঠানে ০২ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত স্কুলসমূহকে জেসি বান্ধব সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা’ র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী, ওয়ারহাউজ ইন্সপেক্টর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মশিয়ার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইফতেখার আহমেদ প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন,জেসি বান্ধব সবুজ বিদ্যালয় হলোএমন স্কুল যা শেখার জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করে,যেখানে মেধাশক্তি, পরিবেশগত সম্পদ এবং অর্থ সাশ্রয় হয়। আলোচনা সভায় রানীপুকুর প্রাথমিক,উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র,ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply