বুধবার (২-অক্টোবর) বিকাল চার ঘটিকার সময় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা সাধন মিয়া,দেলুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, মিল্টন মিয়া,এমদাদুল হক সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ। মানবন্ধনে উপজেলার ২৭৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণ করার জন্য মানববন্ধন থেকে জোর দাবী জানান।