অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার ভাংনী দক্ষিণপাড়া মাটিয়াখোলা গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় প্রতিবেশী রুবেল মিয়া ও আলমগীর হোসেন জুস ও জিলাপি নিয়ে এসে খাওয়ার জন্য দেয়। শরিফুলের মা শাহিদা বেগম ও ছেলে আরাফাত ইসলাম(৪) স্বাভাবিক জুস ও জিলাপি খায়। শরিফুলের স্ত্রী আদুরি আক্তারকে অনেক চেষ্টা করেও জুস খাওয়াইতে ব্যর্থ হয় । পরবর্তীতে শরিফুলের মা ও স্ত্রী ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ১১ টার সময় ঘরের বাহির থেকে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে রুবেল,আলমগীর ও অজ্ঞাতনামা ২/৩ জনসহ ওয়ার ড্রপের ভিতরে থাকা জমি ক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ৬ লাখ টাকা চুরি করে নেয় । এসময় ড্রয়ারের শব্দে গৃহবধূ আদুরির ঘুম ভেঙ্গে গেলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে দেবর আরিফুল ইসলাম ছুটে আসলে দুষ্কৃতকারীরা কৌশলে পালিয়ে যায়।
গৃহবধূ আদুরি আক্তার বলেন, গত কয়েকদিন থেকে রুবেল আমাদের বাড়ি সংলগ্ন দোকানে নিয়মিত আসা যাওয়া করতো। বাড়ির মধ্যেই দোকান হওয়ার সুবাদে বাড়ির ভিতরে আসা যাওয়া করতো।সেদিন আমাকে জুস খাওয়ার জন্য অনেক জোরাজোরি করে জিন্তু আমি খাইনি। পরে শ্বাশুড়িকে খাওয়ানোর পর রাতের বেলা আমার ঘরে প্রবেশ করে ৬ লাখ টাকা চুরি করে। আমি বাঁধা দেয়ার চেষ্টা করলে গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা চালায়। আমার চিৎকারে দেবর ছুটে না আসলে হয়তো আমি কারো সামনে মুখ দেখাতে পারতাম না। আমি এর সঠিক বিচার চাই।
মিঠাপুকুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসা শাহিদা বেগম জানান,সেদিন মুই বাবা খাবার চাও নাই।জোর করি জিলাপি আর জুস খিলি দেইল। কিছুক্ষণ পর ঘুমাইছো।আর কিছু কবার পাও নাহ।চেতন পায়া দেখো মুই হাসপাতালত। অল্প আগত হাসপাতাল থাকি বাড়িত আনু। জ্ঞান ফিরি শোনো টাকাও নিয়ে গেইছে মোর ব্যাটার বউটাকো ধর্ষণের চেষ্টা করছে। মুই বাবা ইয়ার বিচার চাও।
এবিষয়ে কথা বলতে রুবেল ও আলমগীরের বাড়িতে গিয়ে দেখা পাওয়া যায়নি। রুবেল হোসেনের পিতা লালচাঁদ জানান, বাবা কিছু হয়তো হইছে। কিন্তু ওরা যতোটা কইতোছে। ঘটনা ততোটা নোয়ায়। ছেলে নির্দোষ হলে পলাতক কেনো এমন প্রশ্নের জবাবে বলেন, সকাল বেলায় বাড়িত আছিলো মোর ব্যাটা। তারপর কোনটেবা গেলো।জানো না।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, এবিষয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply