রংপুর অফিস
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, স্পস্ট বার্তা এমন কিছু করবেন না, যে কাজ করলে দল ক্ষতিগ্রস্থ হবে, তারেক রহমান বিব্রত হবে। বিএনপিতে অনুপ্রবেশকারী দলের নেতাকর্মীদের অন্যায় কাজের জন্য প্ররোচিত-প্রলুব্ধ করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কোন ব্যক্তির অপরাধ-অপকর্মের দায় দল নেবে না। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর চিকলী পার্কে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, আপনাদের প্রত্যেককে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। কোন অন্যায় কাজের জন্য দল আপনাকে বহিস্কার করতে পারে। আপনারা ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন। দলের প্রতি আপনাদের অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আপনারা দল থেকে বহিস্কার হলে আমাদের হৃদয় রক্তক্ষরণ হবে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোঃ ইয়াহইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. মফিদুল আলম খান, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দরা। যৌথ সভায় রংপুর নগরীর ৩৩ টি ওয়ার্ডসহ জেলা ৮ উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply