পরিবেশ প্রতিবেদক
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ এনামুল হক (সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান শিমুল (সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর থানা)। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, সাইদুর রহমান সাইদ, বিশিষ্ট সমাজসেবক।
ফাইনাল ম্যাচটি পাগলারহাট ক্রিকেট এসোসিয়েশন বনাম সোহান ফিজিক্স কেয়ার মধ্যে অনুষ্ঠিত হয় ।
টসে জিতে সোহান ফিজিক্স কেয়ার দলের অধিনায়ক রাফিউল ইসলাম রাব্বি বেটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত আট ওভার ব্যাট করে সোহান ফিজিক্স কেয়ার ৫৬ রান তুলতে সক্ষম হয়! ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ রান করতেই সকল উইকেটের পতন ঘটে পাগলারহাট ক্রিকেট এসোসিয়েশনের ।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে থাকা রাফিউল ইসলাম রাব্বি জানান, আমরা এখন থেকে প্রতি বছর এ খেলার আয়োজন করবো। আমরা এবার ৮ দলের অংশগ্রহণে খেলাটি আয়োজন করলেও পরবর্তীতে দলের সংখ্যা বৃদ্ধি করবো। আমরা চাই সমাজ থেকে খেলার মাধ্যমে মাদক সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে। আমরা সকলেই সহযোগিতা চাই।