১৯ অক্টোবর (শনিবার)শঠিবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ।
অভিযানে ব্যবসায়ীদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করেন এবং পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান রাখার নির্দেশনা প্রদান করা হয়।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে দোকানের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করতে পারায় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় কৃষি বিপণন আইন-২০১৮ ধারায় ৩ জন দোকান মালিককে ৩টি মামলায় ৩,৫০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বাজার মালিক সমিতির প্রতিনিধি,মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ । এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন মিঠাপুকুর থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ বলেন-নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ০৩ জনকে জরিমানা করা হয়। পর্যায়ক্রমে সকল বাজার মনিটরিংয়ে নিয়ে আসা হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply