পরিবেশ প্রতিবেদক
বুধবার (২৩-অক্টোবর) সকাল ১০ঃ৩০ মিনিটে মিঠাপুকুর ব্র্যাক রিজিওনাল অফিসের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি) রিজিওনাল ম্যানেজার, জাকির হোসেন, এরিয়া ম্যানেজার, নজরুল ইসলাম, এরিয়া ম্যানেজার (প্রগতি) এহসানুল হক এবং প্রমিজ ও ইডির সুবিধাভোগী ক্লায়েন্টগন অবহিতকরণ সভায় তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিকাশ চন্দ্র বর্মন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এভাবে ট্রেনিং গুলো নিয়ে কাজে লাগাতে হবে এবং আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো। এছাড়াও তিনি এই প্রকল্পের কাজে ব্রাকের ভূয়সী প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন,ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক-হাসিনা আক্তার। অনুষ্ঠানে প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ব্র্যাক, মিঠাপুকুর শাখার স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রাম ( প্রমিজ) এর জেলা ব্যবস্থাপক আসমা উল হোসনা। তিনি প্রমিজ এবং ইডি প্রজেক্টের বৈশিষ্ট্য, কার্যক্রম এবং বিস্তারিত আলোচনা করেন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন এলাকা ব্যবস্থাপনাক ধর্ম নারায়ণ রায় এবং সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা ব্যবস্থাপক (ইডি) শিশির রঞ্জন রায়, ইয়াসমিন (প্রোগ্রাম অর্গানাইজার), এসোসিয়েট অফিসার (প্রমিজ) জয়দেব রায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েট অফিসার (প্রমিজ) মোঃ ফরিদুজ্জামান সোহাগ।