পরিবেশ প্রতিবেদক
নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সোসিও ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট উয়িথ ডিগনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি (সীড্স) প্রকল্পের উদ্যোগে গত সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর সংলাপ কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্পের সমন্বয়কারী তামিম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্ধেধন করেন ভাংনী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান (আসাদ)। চক্ষু চিকিৎসা ক্যাম্প সংলাপ কিশোরী ও সংলাপ সার্পোট টিমের সহায়তায় ও এমবিবিএস ডাক্তার দ্বারা চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই করে ১’শ ২১ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করার জন্য আরডিআরএস বাংলাদেশ আই কেয়ার হাসপাতাল লালমনির হাট হাড়িভাঙ্গায় পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply