আহত মোটরসাইকেল চালক আব্দুল লতিফ বলেন, আমরা তিনজন এক মোটরসাইকেলে করে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের ফুটবল ফাইনাল খেলা দেখতে যাচ্ছিলাম। আমাদের সামনে একটি মোটরসাইকেল ও অটো দেখতে পাই। এরপর আমি গাড়ি ব্রেক করতে রাস্তার সাইডে থাকা বালুতে স্লিপ করে ট্রাকের মাঝখানে আমরা পরে যাই। এতে আমরা সকলে আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে, সুশীলের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, উক্ত ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। ট্রাকের গাড়ী চালক ও হেলপার আটক আছে। অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply