পরিবেশ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৪ ইং বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ছোট হাজিপুর (বড় বানিয়া পাড়া) গ্রামের মোঃ লাভলু হোসেনের মেয়ে মোছঃ সালেহা আক্তার (লাবনী), কুড়িগ্রাম জেলার নার্সিং
কলেজ থেকে লেখাপড়া শেষ করে। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছেন।
লাবনীর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, লাবনী সিলেট ওসমানী মেডিকেল কলেজে'র নার্স হওয়ায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশী মাইল ইউনিয়নের জাবদা গ্রামের মোঃ রেনু মিয়া চৌধুরী চিকিৎসা নিতে আসে এবং চিকিৎসা নেওয়ার পরে লাবনী'র বাবার মোবাইল নাম্বার নিয়ে যায়, পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ভাবে লাবনী'র সাথে শিক্ষানবীশ আইনজীবি নাজিম উদ্দীন চৌধুরীর বিয়ের আলোচনা চুড়ান্ত হয়। আজ নাজিম উদ্দীন চৌধুরী দুপুর ১২ টার সময় হেলিকপ্টার নিয়ে বদরগঞ্জের বিষ্ণুপুরে পৌঁছে যায় এবং শুভ বিবাহ সম্পন্ন হওয়ার পরে নববধূ কে নিয়ে ঢাকার উদ্দেশে আকাশ পথে রওনা করেন।