বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩৫ শতক জমিতে আদা চাষ করে, ভাগ্য ফিরেছে ও সফল হয়েছে কৃষক মাহাফুজার।
কৃষক মাহাফুজার বলেন -আমি কয়েক বছর ধরে আদা চাষ করি, আগে আদা বীজের দাম কম ছিলো, এখন বীজের দাম অনেক বেশি, তার পরেও আমি এবারে ৩৫ শতক জমিতে আদা চাষ করেছি।
বীজ ও রাসায়নিক সার এবং পানি সেচ দেওয়া সহ এক শতকে খরচ হয়েছে - দুই হাজার দুই শত পঁচাশি টাকা, আমার ৩৫ শতকে খরচ হয়েছে -৮০ হাজার টাকা, আরও ১০ হাজার টাকা খরচ হবে বলে ধারনা করেন। তবে সব খরচ বাদেও ৩ লক্ষ টাকা লাভ হবে বলেন তিনি।
বিষ্ণুপুর ইউনিয়নের -উপসহকারী কৃষি - কর্মকর্তা - মাহমুদুল হাসান বলেন -চলতি বছরে আদা চাষ হয়েছে বস্তায় -৩ হাজার ৫ পাঁচশত। আর সাড়ে চার হেক্টর জমিতে আদা চাষ হয়েছে বলে জানিয়েছেন।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার -মোঃ ফজলুল করিম বলেন -এবারে সরাসরি মাঠে আদা চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে। আর বস্তায় আদা চাষ হয়েছে -৩৮ হজার থেকে ৪০ হাজার।