বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধ ঃ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাইসাইকেলে খোলাহাটি ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি খোলাহাটি ক্যান্টনমেন্টে মালি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে তার মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।তার বাড়ি মধুপুর চেংমারী এলাকার সরদারপাড়া গ্রামে। স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ পৌঁছে যায়।
বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নয়ন তুলি রায় নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।