মমিনুল ইসলাম রিপন রংপুর।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর সফরে এসে নগরীর সাত মাথায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন বলেন, আওয়ামীলীগ যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে ভয়ংকর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোন উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই। এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে আসলে প্রয়োজনে ছাত্রজনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে। তাদের কোনভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের পূর্বের অবস্থানে ফিরে না আসলে প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষিত তরুণদের পুলিশে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে। নতুন দল গঠন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা পুরণে এবং দেশকে মুক্ত করতে দেশের মানুষকে মুক্ত করতে আমরা জীবন দিতেও কুন্ঠাবোধ করিনি। তখনই নতুন একটি রাজনৈতিক শক্তি বা দল গঠনের চিন্তা আমাদের মাথায় এসেছিলো এবং সেটা অনুভব করেছি। দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণেই নতুন রাজনৈতিক দল গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। একইসাথে জুলাই বিপ্লবের আকাঙ্খা পুরন করতেই রাজনৈতিক দল গঠন করবে তরুণরা।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ বিবাদমান যত আদর্শিক পক্ষ আছে তাদের দলাদলিতে লিপ্ত হতে চাই না। আমরা মধ্যপন্থা রাজনীতি করতে চাই , সেই রাজনীতির যুক্তি হবে বাংলাদেশের স্বার্থ । আমাদের এই প্রচেষ্টা জলাঞ্জলি দেয়ার কেউ চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো । কেননা বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের নতুন রাজনৈতিক দলের শপথ। তবে এখনো সেই রাজনৈতিক দলের কোন নাম ঠিক করা হয়নি বলেও