1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে বৈষম্য নিরসন কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার শেয়ার হয়েছে

 

মমিনুল ইসলাম রিপন রংপুর।

উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে সঠিক রাজনৈতিক নেতৃত্ব, কৃষিতে সমতা, অঞ্চল ভিত্তিক বাজেট বরাদ্দ, কৃষিভিত্তি শিল্প গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা তৈরিসহ সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে বৈষম্য নিরসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর আরকে রোডে এনজিও ব্যুরো এর হলরুমে ‘উন্নয়ন বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র, শিল্পায়নে বন্ধ্যত্ব এবং বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক কর্মসুচির মাধ্যমে দাবি আদয়ের ঘোষনাও দেয়া হয়। প্রকাশ করা হয় ‘রংপুর’ ঘোষনাপত্র।

অংশগ্রহনকারীরা বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে বিগত সময়ের সরকারের দেয়া আশ্বাস বানীতে কেটেছে বহু বছর। উন্নয়ন বৈষম্যের জালে আটকা পরেছে পুরো অঞ্চল। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও ভাড়ি শিল্পের ঘটেনি প্রসার। কৃষি নির্ভর রংপুরের মানুষ যতটুকু এগিয়েছেন তাদের নিজেদের চেষ্টায়। এতে স্বেরাচারী আওয়ামী লীগ সরকারে কোন কৃতিত্ব নেই। এবার সময় এসেছে। বৈষম্য ভেঙে এগিয়ে যাওয়ার। অবকাঠামোগত উন্নয়ন দিয়ে গোটা দেশ বা একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন বিচার করা অনেকটাই বোকামি। জনকল্যাণ মূলক উন্নয়নই হচ্ছে মূল উন্নয়ন। রংপুর বিভাগে কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটি আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে। উন্নয়নের নামে পকেট ভাড়ি করেছেন নেতারা। গরিবের রক্ত চুষে ফ্যাসিস্ট সরকারের এমপি, চেয়ারম্যানরা লাভবান হয়েছেন। এবার সময় এসেছে বৈষম্য ভাঙার। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

কর্মশালায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। কর্মশালায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সমাজ-রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ, ড. আব্দুল্লাহ আল মামুন।

কর্মশালায়, রংপুর বিভাগীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনসহ বিভাগের দিনাজপুর, গাইবন্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলার রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বৈষম্য নিরসন আন্দোলনের মুখপাত্র রিপন আহমেদ,মেহেদী হাসান সুমন অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি