বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মহা সড়কের দু'পাশে বনবিভাগ ও উপকার ভোগী সদস্যদের মাধ্যমে রোপন কৃত আকাশ মনি গাছ গুলো রাতের আঁধারে কেটে ফেলেছে।
বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেব গঞ্জ এলাকার পাশে (রংপুর -দিনাজপুর) মহা সড়ক নাগের হাট থেকে মধ্যে পাড়া যাওয়ায় পথে সামাজিক বনবিভাগ ও এলাকার উপকার ভোগী কয়েক জন সদস্যদের নিয়ে রোপণ করা আকাশ মনি গাছগুলোর মধ্যে গত (২২ শে ডিসেম্বর) রাতে বিশটি গাছ কেটে ফেলায় পড়ে আছে সড়কে পাশের জমিতে দেখা গেছে।
সরেজমিন গিয়ে কয়েক জন উপকার ভোগী সদস্যদের সাথে কথা বলে জানা গেছে -তাহারা বলেন সকাল বেলা এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি মহা সড়কের পাশ দিয়ে লাগানো আকাশ মনি গাছ গুলো কেটে ফেলেছে।
স্থানীয় লোকজন বলেন , জীবিকার তাগিদে সকাল বেলা মহাসড়কের পাশের জমিতে কাজের জন্য যাওয়ার সময় দেখতে পাই, সড়কের পাশে লাগানো আকাশ মনি গাছ গুলো কেটে দিয়েছে।
উপজেলা বনবিট কর্মকর্তা -মোরশেদ আলম বলেন-আমরা জানতে পেরেছি মহা সড়কের পাশে রোপন করা আকাশ মনি গাছ গুলোর মধ্যে কয়েকটি গাছ কেটে ফেলেছে। তবে আমরা গাছ গুলো সংরক্ষণে রাখছি, সুষ্ঠু তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।