বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সরেজমিন গিয়ে দেখা যায় যে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তফশিল বর্ণিত মোট ১ শত ৫৪ শতক জমির মধ্যে আজকে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম এর উপস্থিতিতে রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজিপুর আজিমিয়া দাখিল মাদ্রাসায় ১ শত ২১ শতক আবাদি জমি উন্মুক্তভাবে লীজ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আর ৩৩ শতক জমিতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তবে এক শত একুশ শতক জমির মধ্যে উন্মুক্ত ডাকে উনিশ শতক জমি পেয়েছে, তাজউদ্দিন আহমেদ -দশ হাজার পাঁচ শত টাকায়, রিয়াজুল ইসলাম পেয়েছে একত্রিশ শতক জমি -পনের হাজার পাঁচ শত টাকায়, ইসমাইল হোসেন পেয়েছে আটাশ শতক জমি -বিশ হাজার পাঁচ শত টাকায় ও হাজী মোঃ হারুনুর রশিদ পেয়েছে - তেতাল্লিশ শতক জমি -বার হাজার টাকায়। উক্ত জমির টাকার সাথে
১৫% ভ্যাট ও ১০% আয়কর রয়েছে বলে জানা গেছে।
উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক - মোকলেছুর রহমান বলেন - উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জমি এবারে প্রথম লীজ দেওয়া হয়েছে।