প্রত্যক্ষদর্শী অটোর পিছনের যাত্রী মনি সরকার জানান, আমাদের অটোটি রংপুর থেকে গংগাচড়ায় যাচ্ছিল।হঠাৎ গংগাচড়া থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।অটোর ড্রাইভারের ডান পার্শে বসেছিল শিক্ষক দিলিপ মহন্ত।বাসের ধাক্কায় অটোটি পাশে পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক দিলিপ কুমার মহন্তের।আমার মাথায়ও একটু লেগেছে।
দিলিপ চন্দ্র মহন্ত কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বটতলা গ্রামের প্রয়াত শিক্ষক দিগম্বর চন্দ্র বর্মন এর বড় ছেলে।
এতে অটো ড্রাইভার সহ আরও দুজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান,ঘটনাস্থল এ একজনের মৃত্যু হয় এবং তিন জন আহত হয়।আহতদের রংপুর মেডিকেল এ পাঠানো হয়েছে ও মৃত্যু দিলিপ মহন্ত কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, সংকীর্ণ রাস্তায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারনেই অহরহ এরকম দূর্ঘটনা ঘটছে।নিরাপত্তা থাকলে আজ ইউনাইটেড বাসের ধাক্কায় শিক্ষক নিহত হতোনা।
যথাযথ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।