পরিবেশ প্রতিবেদক
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বিভিন্ন অংশীজনের উপস্থিতিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর জোনের আওতাধীন মোট ১০টি সড়ক বিভাগের অংশগ্রহনে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
রংপুর সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে ও রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম ও বগুড়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুপ্তা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুনসুরুল আজিজ, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ রাফিউল ইসলাম, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, শাইবান্ধার নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন ও জয়পুরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানসহ উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলীবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ,অফিসের অন্যান্য স্টাফ, ঠিকাদার, সাংবাদিকসহ জনসাধারণ।
উল্লেখ্য উক্ত অংশীজন সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত ঠিকাদার, সাংবাদিকসহ অন্যান্য জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply