বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
বদরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার আবাদী জমির মধ্যে প্রধান খাদ্য আলু হওয়ার কারনে এবারে লক্ষ মাত্রা ছাড়িয়ে উপজেলার সকল ইউনিয়নে সরিষা আবাদ নেই বললেই চলে।
গত অর্থ বছরে উপজেলায় সরিষা চাষ হয়েছে -চার হাজার নয় শত ষাট হেক্টর জমিতে আর এবারে চলতি বছরে সরিষা চাষ হয়েছে - দুহ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে। সরিষা আবাদ অনেক গুণ কমে যাওয়ার বিষয়ে জানা গেছে, গত বছরে যে জমি গুলোতে সরিষা চাষ করতো, এবারে সেই জমিতে আলু ও ভুট্টা চাষ হয়েছে। তাই সরিষা'র চেয়ে আলু ও ভুট্টা লাভ জনক ফসল বলে কৃষকদের থেকে জানা যায়।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা - মোঃ ফজলুল করিম বলেন -গত বছরের সরিষা চাষের চেয়ে এবারে অনেক গুণ কমে গেছে। চলতি বছরে সরিষা চাষ হয়েছে দুই হাজার পঞ্চাশ হেক্টর জমিতে।