গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় বিতর্কিত এ মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ এখন মরা লাশ। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল । দেশে গণতন্ত্র এখন নামমাত্র। বিরোধী দল ও মতকে দমন করার জন্য সরকার প্রশাসন ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল।দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই। গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জন আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বিশেষ ঘোষণায় নুরুল হক নুর রংপুর-১ আসনের উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে গনঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।