পরিবেশ প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর উপজেলার চতুর পাশে তাকালেই শুধু আলুর দিগন্ত জুড়ে সবুজ সমারোহয় ভরে গেছে ।
বিগত বছরগুলোতে আলুর বাম্পার ফলন হওয়ায় ও বাজারের দর বেশ ভাল থাকায় এবারও কৃষকরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন বাম্পার ফলন ফলিয়ে ভাল দাম পাওয়ার আশায়। গতকাল বুধবার সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রামের চতুর পাশে থেকে শুরু করে সবুজের সমারোহ পরিনত হয়েছে। দিগন্তজুড়ে সবুজ আর সবুজ। আলুর বাম্পার ফলনের আশায় কৃষকরা বেশি পরিশ্রমী হয়ে উঠেছে । পাশা-পাশি চলতি আলুর মৌসুমে এখন পর্যন্ত সার, ডিজেল, পানি,কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় হাট ও বাজার গুলোতে ভালো মানের ঔষধ পাওয়ায় কৃষকেরা আলুর বাম্পার ফলনের আশা করছেন। আলুর গাছের জোর অবস্থা বেশি দেখা দেওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা । মিঠাপুকুর উপজেলার বড়হয়রতপুর ইউনিয়নের চিথলী পশ্চিম পাড়া গ্রামের আব্দুস ছালাম জানান, গত বছরের চেয়ে এবার আমরা অনেক বেশি জমিতে আলু চাষ করেছি। এবার আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি আমরা। তিনি আরো জানান, জমিতে সময় মতো পানি,সার ও কীটনাশক দেওয়ায় আলুর গাছ গুলো সবুজ হয়েছে। এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আলু মিঠাপুকুর উপজেলায় ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকেরা। যাহা ১০ হাজার ৫ শত মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, চলতি আলুর মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ভাল ফলনের জন্য পরিমিত সার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার কোথাও আলুতে ছত্রাক সংক্রমণ এখন পর্যন্ত দেখা দেয়নি। ফলে আমরা আশা করছি এবার জমিতে আলুর বাম্পার ফলন হবে।