প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩৮ পি.এম
কুড়িগ্রাম উলিপুরে অবৈধ ইট ভাটা বন্ধ করে দিল প্রশাসন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসএবি নামে একটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি ইট ভাটাটি পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। আজ (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে ভাটার কিলন (চুল্লি) ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোনো ইট ভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.