প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১১:৩৪ এ.এম
মিঠাপুকুরের শুকুরের হাট পল্লী শিশু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ।
পরিবেশ প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর এ শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শুকুরের হাট পল্লী শিশু ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ই ফেব্রুয়ারি (শনিবার) শুকুরের হাট পল্লী শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে,পল্লী শিশু মাঠ প্রাঙ্গনে অর্ধ শতাধিক হত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মনসুর আহমেদ, পরিচালক পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ, উপস্হিতি ছিলেন, আবদুস্ সামাদ মিয়া,পল্লী শিশু ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন লাভলু মিয়া আঞ্চলিক ব্যবস্হাপক পল্লী শিশু ফাউন্ডেশন শুকুরের হাট শাখা, আরও উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন এর দায়িত্বে থাকা কর্মকর্তা বৃন্দু।
পল্লী শিশু ফাউন্ডেশন এর পরিচালক মনসুর আহমেদ বলেন,সারা বাংলাদেশ জেলা উপজেলায় আমাদের পল্লী শিশু ফাউন্ডেশন আছে, এবং আমরা বিভিন্ন ধরণের সেবা মূলক কাজ করে আসছি, মা ও শিশু, গর্ভবতী মায়েদের সেবা, অসহায় দুস্থ ও পথ শিশুদের নিয়ে কাজ করছি, বিনা মূল্য ঔষধ বিতরণ,কিডস্ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বাল্য বিবাহ প্রতিরোধ ইত্যাদি কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা প্রতি বছরের মতো আমাদের সার্ধ্যমতো এবারও আমরা শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদেরও উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পল্লী শিশু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়।
বিখ্যাত সঙ্গীত শিল্পী, ভূপেন হাজারিকা সাড়া জাগানো গানটি আজও মানুষকে অনুপেরনা দিয়ে যাচ্ছে,, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,,, একটু কী সহানুভূতি মানুষ পেতে পারে না।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.