মমিনুল ইসলাম রিপন রংপুর
এই মঞ্চে বিয়ে হয় নীলফামারী ডিমলার বাবুরহাট এলাকার রাকিবুজ্জামানের সাথে ডিমলার দক্ষিণ তিতপাড়ার তাসনিমা জান্নাত তাসমি ও মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফুয়াদ মিয়ার সাথে মিঠাপুকুর শুকুরেরহাট গেনারপাড় এলাকার হাওয়া বিবি, গাইবান্ধা সুন্দরগঞ্জ ধুবনী কঞ্চিবাড়ির আল মামুন মিয়ার সাথে সুন্দগঞ্জ বেলকার জুলি আক্তার, নওগাঁ কয়াভবানীপুর এলাকায় মনিরুল ইসলামের সাথে একই এলাকার তানিয়া ইয়াসমিন বর্না, কুড়িগ্রামে নাগেশ্বরী রতনপুরের রুহুল প্রামাণিকের সাথে আঙ্গুরিয়া এলাকার কেয়া জান্নাতি একা, দিনাজপুর পার্বতীপুর দোলাপাড়ার শামিম আখতারের সাথে পার্বতীপুর দূর্গাপুরের জহুরুন নেছা টুম্পা, দিনাজপুর নবাবগঞ্জের ভেলপুকুরিয়া গ্রামের রাইদ সরকারের সাথে ফুলবাড়ি স্বজনপুকুর এলাকার মোবাশ্বিরা, ঢাকা মোহাম্মদপুরের জাহিদুল ইসলামের সাথে রাজশাহী মঙ্গলবাড়ি এলাকার সার্জিনা আক্তার, মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফাহিম মিয়ার সাথে মিঠাপুকুর জীবনপুরের নুসরাত জাহান আন্নিমনি, সিরাজগঞ্জ বহুলা এলাকার সাব্বির হাসান রাব্বীর সাথে সিরাজগঞ্জ জানপুর এলাকার নাসরিন জাহান নিতু, পাগলাপীর কিশামত হরকলি তানজীর ইসলামের সাথে গঙ্গাচড়া বেতগাড়ি এলাকার মনিরা খাতুন সুইটি এবং দিনাজপুর বীরগঞ্জের সাতোর এলাকার শাহরিয়ার ইসলাম লিখনের সাথে কক্সবাজার ওয়াহেদের পাড়া গ্রামের শারমিন সুলতানার বিয়ে অনুষ্ঠিত হয়।
বর তানজীর ইসলাম বলেন, যৌতুক বিহীন ও মোহরানা আদায় করে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করতে পেরে আমি অনেক আনন্দিত। আয়োজকরা আমাদের যথেষ্ট সম্মান করেছেন এবং ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।
আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ১২ জোড়া বিয়ে অনুষ্ঠিত হলো। এ বিয়েতে আমরা যাবতীয় খরচ বহন করেছি। আমাদের চাওয়া সমাজ থেকে যেন যৌতুক প্রথা উঠে যায়। সেই সাথে যাদের উপর বিয়ে ফরজ হয়েছে,তাদের ইসলামী শরিয়াহ মোতাবেক যেন বিয়ে হয়। আগামীতে প্রতিটি বিভাগে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।