1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

মিঠাপুকুরে গভীর নলকূপ ঘরের তালা ভেঙ্গে কৃষকদের জন‍্য উন্মুক্ত করলেন এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার শেয়ার হয়েছে

 

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে একটি গভীর নলকূপ ঘরের তালা ভেঙে সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করলেন এলাকাবাসী।এতে কৃষকদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুর বনানীপাড়া গ্রামে গভীর নলকূপ ঘরে লাগানো তালা ভেঙে ওই এলাকার সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করা হয়েছে।

জানা গেছে,বিগত আওমীলীগ সরকারের আমলে মালেক এবং মতিয়ার রহমান ইউনিয়ন আওমীলীগের নাম ভাঙ্গিয়ে বিএডিসির কাছ থেকে নলকূপটি ভুয়া কাগজের মাধ‍্যমে নিজ নামীয়ভাবে ভোগ দখল করে আসছিলেন। ৫ আগস্ট আওমীলীগ সরকার পতনের পর হঠাৎ গভীর নলকূপ ঘরে তালা লাগিয়ে দেন তারা। এতে জমিতে সেচ দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ে ওই এলাকার প্রায় ৮০০জন কৃষক।কৃষকদের কপালে চাষাবাদ নিয়ে পড়ে যায় ভাজ।ওই এলাকার কৃষকরা দফায় দফায় গভীর নলকূপ ঘরটির তালা খুলে দেওয়ার কথা বললে তারা অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে গভীর নলকূপ ঘরের তালাটি ভেঙ্গে ফেলেন এবং এলাকার সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করেন।

কৃষকরা জানান, এলাকার কোনো কৃষককে না জানিয়ে মালেক মিয়া, মতিয়ার রহমান এবং আতোয়ার ইসলাম সরকার পতনের পরে নতুন একটা তালা গভীর নলকূপের ঘরের দরজায় লাগিয়েছিলেন। তালা দেওয়ার পর থেকে অনেকে তাদের তালাটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা শোনেননি। এ অবস্থায় ধানের বীজ বপন, গম ও,আলু এবং পেঁয়াজের সময়মতো সেচ কাজ করতে পারছিলেন না তারা। এতে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এজন‍্য আজ সকালে এলাকাবাসী গভীর নলকূপ ঘরের তালাটি ভেঙে এই গ্রামের কৃষকদের জন‍্য উন্মুক্ত করেছে।

কয়েকজন এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে এই গভীর নলকূপটি নিয়ে বিরোধ চলে আসছিল। আওমীলীগের কিছু নামধারী নেতা পরিচয় বহনকারীরা নলকূপটির ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এতে জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছিল কৃষকরা।তাই আমরা এলাকাবাসীরা আজ সকলে মিলে তালাটি ভেঙে দেওয়া দেই এবং কৃষকদের জন‍্য উন্মুক্ত ঘোষণা করি।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান,বিষয়টি জানতে পেরেছি। চাইলেই কেউ গভীর নলকূপ ঘরে তালা লাগিয়ে কৃষকদের ভোগান্তি সৃষ্টি করতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি