কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
গত(১৬ফেব্রুয়ারী)রবিবার দুপুরে এ আর মালিক সিডস কোম্পানির আয়োজনে উপজেলার তিস্তার চরে আগাম ও উচ্চ ফলনশীল আলু সম্প্রসারণে প্রদর্শনী প্লট পরিদর্শন ও স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠান মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারি ও আলু চাষী মোহাম্মদ তাজরুল ইসলারে সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ গোস্বামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেদারল্যান্ডের এগ্রো মি: পিটার, এ আর মালিক সিডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারী, রংপুর ডিস্ট্রিবিউটর ইসলাম সীড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবদুর রহমান, এ আর মালিক সিডস কোম্পানির ডেভলপমেন্ট অফিসার রুবেল মিয়া, আলুচাষী মাহবুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ আর মালিক সিডস কোম্পানির আগাম উচ্চ ফলনশীল আলু বাংলাদেশের কৃষকদের মাঝে হাইব্রিড সবজি ও আলু বীজের জলবায়ু সহনশীল ও রোগ প্রতিরোধী মানসম্পন্ন বীজ বাজারজাত করে ব্যাপক ভ‚মিকা পালন করে আসছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সংমিশ্রনের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদানসহ দেশের কৃষকরা যেন ভালোভাবে থাকতে পারে সেজন্য কৃষকদের মধ্যে উন্নত চাষে উদ্বুদ্ধ করতে এ আর মালিক সিডস মাঠে কাজ করে যাচ্ছে। এতে যত বেশি ফলন হবে ততো কৃষক আলোর মুখ দেখবে বলে আশা করেন বক্তারা।