1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে চলছে ৪৮ ঘণ্টার কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার শেয়ার হয়েছে

 

নূরুল হুদা নাহিদ :

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’এই প্রতিপাদ্য কে সামনে রেখে ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতু পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে ৪৮ ঘন্টার লাগাতর কর্মসূচি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া মহিপুর পয়েন্ট এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় রংপুর অঞ্চলের ১১টি পয়েন্টে একযোগে ৪৮ ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এতে অংশ নিয়ে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। এই নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”

কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকীও সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “তিস্তা নদীর যথাযথ উন্নয়ন হলে এই অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিস্তা পাড়ের মানুষ আজ ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।তাই তিস্তাপারের মানুষের যৌতিক এ দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেছি।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জানান, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর দুই তীরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে। এ কর্মসূচির মাধ্যমে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে।”

এ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভার্চুয়ালি এ কর্মসূচির বিভিন্ন পয়েন্টে যুক্ত হবেন বলে জানা গেছে।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার এ আন্দোলন ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে আগত তিস্তাপাড়ের অসহায় মানুষগুলো আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে, যা এই অঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণের জন্য অপরিহার্য।আর তা যদি না হয় আমরা লাগাতর কর্মসূচি দেবো ও দাবী আদায় করে ছাড়বো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি