মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
সরেজমিন গিয়ে ও অভিযোগ সুএে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি/২০২৫ ইং তারিখে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী নাস্তা বিরতির সময়ে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা যুবক মজিদুল হক পথরোধ করে ও কোমলমতি শিশুদের হাত টেনে ধরে ভুট্টা খেতে নেওয়ার চেষ্টা করে এবং দুই ছাত্রী দৌড়ে পালিয়ে যায় নিজ বাড়িতে। সেই সময়ে স্থানীয় লোকজন ওই যুবককে পুলিশের হাতে ধরিয়ে দেয়।পরবর্তীতে ছাত্রীদের বাবা ও মা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে।
এক ছাত্রীর বাবা বলেন -মজিদুল নামের সেই ছেলেটি কিছুদিন আগে একটি মেয়ে কেলেঙ্কারিতে জেল হাজতেছিল, কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছে।
আর এক ছাত্রী বাবা বলেন -মেয়েকে নিয়ে ভয়ের মধ্যে আছি, এই কারণে মেয়েকে স্কুলে পাঠাতে পারছি না। ছেলেটির কঠিন সাজা চাই বলে জানায়।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) - এ কে এম আতিকুল রহমান বলেন- এবিষয়ে একটি মামলা হয়েছে এবং আমামী কে জেল হাজতে পাঠানো হয়েছে।