ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিনুল মন্ডল, বলদীপুকুর ইসলামীক রিলিফ বাংলাদেশের এরিয়া ম্যানেজার নুরুন্নবী।
আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে শর্তসাপেক্ষে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, বিতরন বাস্তবায়ন কমিটির সদস্য কাজলী রানী, মুশাপুর গ্রামের রোকেয়া বেগম প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, উপকারভোগীদেকে যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে তা যেন যথাযথ কাজে ব্যয় করা হয়। এই টাকা দিয়ে পারিবারিক আয় বৃদ্ধি করে,স্বাস্থ্য ও ছেলে-মেয়েদের পড়াশোনা সহ পারিবারিক আয় মুলক কাজে ব্যয় করা এবং এই টাকা থেকে এক সময় পারিবারিক আয়ের উৎস হয়ে উঠবে বলে আশা করছি।অনুষ্ঠানের শেষে আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে শর্তসাপেক্ষে নগদ অর্থ উপজেলার দুর্গাপুর ও রানীপুকুর ইউনিয়নের ২' শত ১৫ জন উপকারভোগীদের মাঝে সার্ভিস চার্জ সহ জন প্রতি ১৮ হাজার ৩' শত ৩৩ টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে উপজেলার দুর্গাপুর ও রানীপুকুর ইউনিয়নের হতদরিদ্র উন্নয়ন দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।