স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করতে নাপাড়ায় ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি ঘরের সবকিছু পুরে যায়। এ সময় ঘরের কোন জিনিসপত্র বাহির করা সম্ভব হয় নাই।
আজিজার রহমান বলেন, বিদ্যুতের তার লিক হয়ে ঘরের ভেতরে আগুন লাগে।
ঘরের দরজা জানালা সহ কিছু পুরে ছাই হয়ে গেছে।
ঘরের কিছুই বাহির করতে পারি নাই।
আবুল কাশেম বলেন, হঠাৎ দুপুর বেলায় ঘরে আগুন দেখতে পাই, পরে চিৎকার করে এলাকার লোকদের ডাকাডাকি শুরু করি এর মধ্যেই আমার ও আমার ছোট ভাই রফিকুল ইসলামের ঘরের ভেতরের সব পুড়ে যায়, ধান চাউল, জিনিসপত্র সবকিছু পুড়ে গেছে।
গোলাপি বেগম বলেন, ঘরের শোকেছ, আলমারি অন্যান্য আসবাবপত্র সব পুড়ে গেছে,ঘরের কোন কিছুই ধরতে পারিনি।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন নামাজের সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে আরও বলেন, আনুমানিক দুইটি ঘরের টিনের চাল সহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।