মনির শাহ, বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৯টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণ পাড়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করেছে। এ ঘটনাস্থল পরিদর্শন করেন বদরগঞ্জ থানার এস আই- ইসাহাক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে কোনো এক সময় ওই নারীকে হত্যা করে শরীরে আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় পরে তার লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে শিয়াল ওই লাশের একটি হাত ছিঁড়ে নিয়ে যায় বলে ধারণা করছে স্থানীয় লোকজনেরা। শুক্রবার সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) ইসাহাক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই ইসাহাক জানান, ধারণা করা হচ্ছে যে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়। নিহতের মুখমণ্ডল ও শরীর আগুনে পোড়ানো হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।