মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
আনারুল হক বলেন -আমার ছেলে বিয়ে করে ঢাকায় চাকুরি করে আমাকে কোন টাকাপয়সা তো দুরের কথা, একটু খোঁজ খবর ও নেয়না, স্ত্রীর মৃত্যু হয়েছে প্রায় ছয় বছর হয়ে গেল, একটি মেয়ে ছিল তাকেও বিয়ে দিয়েছি, তবে মেয়েটি আমার একটু খোঁজ নেয়, এমনকি ভালো খাবার রান্না করিলে আমাকে দিয়ে যায়।
আনারুল হক আরও বলেন- আমি একটি বাড়িতে একা থাকি নিজেই ভালোভাবে চলতে পারিনা, রান্না করে খাওয়া তো সম্ভব না,তাই কারো বাড়ি থেকে ভাত চেয়ে খাই, আবার অনেক সময়ে দোকানে গিয়ে বুট মুড়ি খেয়ে জীবন বাঁচাই। প্রতিবন্ধী ভাতা পায় তিন মাস পর সেই টাকা দিয়ে চলতে পারতেছি না, সরকারিভাবে ও বিত্তবানদের সাহায্য সহযোগিতা দরকার। তাহার চলাচল করার জন্য ব্যাটারি দিয়ে মডার চালীত একটি গাড়ির প্রয়োজন বলে জানায়।
বিষ্ণুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান -মিজানুর রহমান বলেন -আনারুল হক অসুস্থ আমি জানি, এত কষ্টে আছে জানতাম না, তবে এখন থেকে পরিষদের পক্ষ থেকে সরকারি সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান।