মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের খাগড়াবন্দ মন্ডল পাড়া গ্রামের মৃত কালিয়া মন্ডল এর স্ত্রী সাহেদা বেগম (৭০) সকালবেলা প্রায় ৭ টা ৩০ মিনিটের দিকে মুরগী খাওয়ার ডাঙা নামক জমিতে গতকাল আলু উঠানো ছিলো, সেই আলুর উপরে পলিথিন দেওয়ার সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে, ওই নারীর পুড়ে গেছে শরীর।
সরেজমিন গিয়ে স্থানীয় লোকজনের কাছে জানা জায় যে, সেই নারীর প্রায় ৩০ বছর আগে স্বামী’র মৃত্যু হয়েছে এবং কোন সন্তান না থাকায় স্বামী’র ছোট ভাই (দেবর) এর একটি ছেলে সন্তান কে পালিত হিসাবে নেয় বলে জানায় পরিবেশ প্রতিবেদক কে এলাকা বাসী।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ -এ কে এম আতিকুর রহমান বলেন- সকালবেলা বজ্রপাতে কারনে এক নারীর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply