উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টায় পৌরসভার রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে নুরুজ্জামান (৬২) ও মৃত খমির উদ্দিন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (৫০)।
জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ৭০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত দুইজনকে উলিপুর থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলো।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
Post Views: 100
Leave a Reply