শাকিল আহমেদ
২৬ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলা নির্বাহী অফিসার,বিকাশ চন্দ্র বর্মণের নেতৃত্বে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে, বিএসটিআই এবং মিঠাপুকুর থানার সহযোগিতায় যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে ২০ হাজার টাকা, মোসলেম বাজার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকুরেরহাটে, মেসার্স মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রত্যেকটি পেট্রোল পাম্পে ওজন ও পরিমাপে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পেট্রোল পাম্পের মালিককে জরিমানা করা হয়েছে।
পরবর্তী সময়ে পরিমাপে কম দেওয়া থেকে বিরত থাকা ও মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ঐ সব এলাকার প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার।