প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৩:১৭ পি.এম
উলিপুরে মুক্তি যুদ্ধের সংগঠক আব্দুল খালেক মেম্বারের ইন্তেকাল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মুক্তি যুদ্ধের সংগঠক, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের ডাড়ার পাড় এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, বাত ব্যাথাসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে কালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া ১৯৬৯ ধরণীবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের বড় ছেলে আব্দুল গফফারসহ অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে বাবা ও ছেলে অংশগ্রহণের ঘটনা ইতিহাসে খুবই বিরল। সেই কারণে পাকিস্তানি হায়েনা ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলসামস বাহিনী মিলে উপজেলায় প্রথম তাদের বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার ২০১১ সালের ৩০ অক্টোবর মারা যান।
শুক্রবার বাদ জুমা উলিপুর হেলিপ্যাড সংলগ্ন তেতুলতলা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের নামাজে জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জব্বার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.